তুই আমার

তুই আমার এতো প্রিয়,,, তোর রঙে মিশে আমি হবো রঙিন!!! তোর সাথে মিলে মিশে ক্ষুনসুটিতে,,, দিনগুলো স্মৃতিতে বান্ধিয়ে করবো তুল্যহীন!!! তুই আমার এমন রশ্নি,,, তোর সঙ্গ ছাড়া না পারিবো চলতে দু-পা!!! তোর হাতে নিজেকে করে সমর্পণ,,, তোর আলোতে বাড়াবো করে দুই-এক পা!!! মন থেকে চাই যতকিছু,,, তার মধ্যে তুই যেন নিঃশ্বাস যা তারা আমি অচল!!! তুই আমার অসমাপ্ত আকাশের সুখতারা,,, পেয়ে তোকে যেন আমি করেছি জীবনের উদ্দেশ্য হাসিল!!! তোকে আমি না চাই হারাতে,,, যেমন করে হারিয়ে যায় দিনশেষে সূর্যের হাসি!!! চাই আমি না তোকে হারাতে,,, যেমন করে ফেলে দেই লাল শাপলা হলে বাসি!!! যদি বলিস তোকে কতটুকু ভালবাসি? আমি বলবো.... তোকে মানুষিক শান্তি ভেবে,,, নিজের মধ্যে খুঁজে পাই হাজারো সুখ!!! তোকে বেহায়ার মত চাওয়া,,, আমার বড় অসুখ !!! আচ্ছা তুই কি রাগ করবি তোর ওই চোখেরি কাজলে,,, দেখে আমার মন তৃপ্তিতে ভেজালে!!!?