Tayeb Poem

কবিতা: প্রিয় তুমি

কলমে: তায়েব খাঁন


_জানো কি তুমি?

_তোমাতে আমার কত ভাবনা থাকে লুকায়ে

_তোমার সাথে কথা না হওয়াতে সবকিছু থেকে যায় অজানা রয়ে


_তোমার সাথে কথা বলা তোমাকে মিস করা

_সেগুলো কতখানি তোমাকে বলে যাবে না শেষ করা


_তুমি কি জানো?

_তোমায় কোন রঙে বেশি রঙিন লাগে

_তুমি কেমন খেয়াল করো জানিনা আমার কাছে নীল রংটাই তোমায় পরী লাগে 🥰🥰


_তবে অন্য রঙেও মনে হয় না খারাপ হবে

_কিন্তু আমার কাছে আসলে নীলটাই পড়ে রবে


_তুমি কি জানো?

_তোমার ঠোঁটের উপরের ওই তিল 

_এক পশলা হাসিতে আমার মনে এনে দেই তোমার প্রতি ফিল


_আর জানো তোমার ওই তিল 

_আমাকে পাগল বানানোর একমাত্র ভালোবাসার

   মনজিল


_তোমার ওই টানা চোখ

_যেন মনে হয় আমায় করে হাজার বছরে ধরে খোজ


_জানো তোমার ওই চোখে অসম্ভব মায়া

_যে মায়া দেখে আমি তোমার হতে চেয়েছি ছায়া


_তোমার চোখের ওই কাজল 

_সুন্দর নীল প্রজাপতিও তার কাছে লাগে নকল


_তোমার কানের ওই ঝুমকো 

_আমায় তোমার প্রতি মুগ্ধ করার একমাত্র অস্ত্র


_তোমার ওই ঝুমকো বাতাসে দোলার সুর

_রাখালের বাশিও তাহার কাছে হার মেনে হয় রুড়


_শব্দে তোমার ওই পায়ের নুনুর

_ঝিঁঝিঁ পোকারদের হার মানাবে রাত দুপুর


_জানো তোমায় দেখে মুগ্ধ হবে ওই মায়াপরীর ওই দল

_আমি সেখানো অতি সামান্য এক তোমাতে হওয়া

  পাগল 😍😍😍

Comments

it's Tayeb

Tayeb Poem

তুই আমার

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem