Tayeb Poem

 


শুধুই তুমি

কলমে: তায়েব খাঁন


-মেঘের ছেঁড়া পালে!!!

-এ মনেরি অন্তরালে!!!


-যার ছবি আঁকা সে যে শুধুই তুমি!!!

-যার আশায় কৃষ্ণচূড়ায় বসে এই আমি!!!


-যার নামে ওই মেঘের খামে পাঠায় নীল চিঠি!!!

-সে যে আমার মনের রাজ্যের পরি-

তার নামে নিজেকে দলিল করে দিয়েছি!!!


-যার বাহুডোরে আবদ্ধ থাকবো শুধু আমি!!!

-যার মুখের এক টুকরো হাসিতে মনের- উঠানে রোধ আসে সে যে শুধুই তুমি!!!


-কোন বৃষ্টিময় দিন, কোন পাখির কোলাহল ময় সন্ধ্যা!!!

-যে পাশে থাকবে সে যে শুধুই তুমি তাহাতে অসম্ভাবনার নাই কোন পন্থা!!!


-মেঘের গর্জনের ভয়ে এই বুকে হঠাৎ আছড়ে পড়া !!!

-সে যে শুধুই তুমি তাহাতে নাই কোন নড়াচড়া!!!


-লং ড্রাইভে হঠাৎ বৃষ্টির বিরতিতে ভাঙ্গা কোন টঙ্গের দোকানে যার সাথে আমি!!!

-যার পাশে বসে চায়ের কাপের সাথে টিনের বৃষ্টি পড়ার শব্দ শোনা সে যে শুধুই তুমি!!!


-যার ছনছন করা পায়েল এর শব্দ শুনবো শুধু আমি!!!

-সে যে আমার পাগলি শুধুই তুমি!!!

Comments

it's Tayeb

Tayeb Poem

তুই আমার

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem