Tayeb Poem

 


কলমে: তায়েব খান

কবিতা: একলা আমি


আমার একলা জীবন মুহূর্তরা জানে,,,

তুমি ছাড়া আমি থাকি কত একলা নিশ্চুপ অবিমানে,,,


তুমি হয়তো বহু দূর,,,

দেখো বাজছে আমার কানে তোমার গলার সুর,,,


তোমায় পাবার কত রেশ,,,

আমার একলা থাকারা জানে বেশ,,,


এই মেঘলা মনের গান,,,

বল কাছে না থাকলে তুমি কে ভাঙ্গাবে মান,,,


এই নরবড়ে কন্ঠে তোমার প্রেমের কাব্য গান,,,

 বল কে শুনে ফিরে পাবে প্রাণ,,,


আমার মেঘলা মনের বৃষ্টি পাই না কি দেখতে তোমার চোখে,,, 

নাকি অন্য গলার মায়ার সূরে তোমার পাল্টানো মন রং মাখে,,,


ঢেউয়েরা যেমন ভেসে নিয়ে যায় হাজারো ছোট ছোট প্রান,,,

তুমি বিহীন তেমন আমি হা-হা-করে আমার এই নিষ্পাপ প্রাণ,,,


ছায়ার চেয়েও বেশি আপন তোমায় ভেবে আমি আছি বসে,,,

তুমি হয়তো হবে না আমার ধরে অন্য হাত কাঁদাবে আমায় শেষে,,,,


কবে কোথায় কখন তুমি হবে আমার এই ভাবনার শেষ করে,,,

তুমি দিলে ফাকি না পেয়ে তোমায় তুমি তুমি করে যাবো মরে,,,


আমার ছেঁড়া ছেঁড়া কপালে  পাবো তোমায় কিনা...???

এই ভয়ে বাজে না আমার জীবন বীনা,,,


ঝিনুক মাঝে যেমন করে মুক্তা থাকে লুকিয়ে,,,,

তেমন করে শুধু আমার মাঝেই যাচ্ছে তোমার ভালোবাসার ঝর্না বয়ে,,,


আজও তোমায় স্বপ্নে দেখে ভাঙ্গে আমার ঘুম,,,

যদি পাই তোমায় সেভাবে দুজনে ভিজবো হাতে রেখে হাত বৃষ্টি হবে ঝুম ,,,,


যেভাবে তোমায় হতে দেখেছি আমার নামবে কি সেই আদুরে দিন...???

যদি পাই সেভাবে রংধনুর চেয়েও বেশি রাঙিয়ে তোমায় করবো রঙিন,,,।।।

Comments

it's Tayeb

Tayeb Poem

তুই আমার

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem