কবিতা: সব কিছুতে খুঁজি তোমায়
কলমে: তায়েব খাঁন
তোমার ওই মায়া জালে পাগল আমি এখনো
দিবে কি ঠায় আমায় তোমার অজানা কাব্যে কোন
তোমার চোখে যে মায়া জড়ানো
সে মায়ায় পাগল আমি, তাকিয়ে আছি হবেনা কোনদিন পূরোনো
এ মন খোঁজে নীল রঙের পালকহীন আলতাপরী
তোমাতে দেখেছি তাহার অধিক যখন পড়েছিলে নীল চুড়ি
আমি কেন যে ফিরে ফিরে ভাবি তোমার কথায়
তুমিও কি খুজো সেই তোমায় আমার ভালোবাসায়
তোমার রুপকথায় কি রাজকুমার আমিই
আমার রুপকথায় রাজকন্যা যে তুমিই
তোমাকে এই মন খুব যত্নে রেখেছে হৃদয়ের মাঝখানে
তুমি কি ভুল করেও পাঠাবে রঙ্গিন চিঠি আমার নামে
যদি দেখি তোমাকে কোন অজানা শহরে
তোমার হাত ধরে ডেকে নিবো আমার স্বপ্ন প্রহরে
আধো আলোয় তোমার ঝাপসা মুখ দেখেই চিনে নিবো
তুমিও কি চিনবে আমায় হাজার লোকের ভিড়ে বা অজানা নিড়ে
আমি তো খুঁজি তোমায় পাশে
যখন সূর্যটা পশ্চিমে লাল হয়ে আসে
আমি তো খুঁজি তোমায় পাশে
যখন আঁধারে জোৎস্না-চাঁদ ভালোবাসে
আমি তো খুঁজি তোমায় পাশে
যখন খুব ভোরে শিশির-দূর্বা ঘাস ভালোবাসায় মাখে
তুমি কি খুজো আমায়
যখন তোমার মনে ভালোবাসা জন্ম নেই?
Comments
Post a Comment