Tayeb Poem
কলমে: তায়েব
কবিতা: তুমি আমার কে
যবে থেকে তোমায় মাধুর্যময়ী কন্ঠ শুনেছি
তবে থেকে আমার বেঁচে থাকার অবলম্বন তোমাকেই করেছি
আমার আকাশ, আমার বাতাস।
আমার নদীজল, আমার পৃথিবী,
আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস,
শুধুই যে তুমি।
যার মাঝে সম্পূর্ণ মাতাল হয়ে হারায়েছি আমি
আমি তোমাতে থাকি, তোমাতে হারাই,
তোমার মাঝেই নিজেকে খুঁজে বেড়াই।
আছি আজ তোমারই তরে,
আরও বাঁচতে চাই তোমাকে ঘিরে।
তুমি তো আমার সেই স্বপ্নের অপরুপ নীল পরী
যার মাঝে আমার ভালো থাকার নীল ছড়াছড়ি
তোমার মুখের এক চিলতে হাসি
নিমিষেই তাড়িয়ে দেই আমার মনের আকাশের মেঘ রাশি রাশি
আমার হাজার কষ্টের মেঘলা মন
তোমার মায়া মাখা ভয়েস শুনলে থাকতে কি পারে আর একটুও ক্ষন
আজ আমি একটা কথা করতে চায় ফাস
আমার মনের উঠান জুড়ে শুধুই তোমার বসবাস
আমার হাজার ব্যস্থতার মাঝেও তুমি
যার প্রীয়সি হবার অধিকার রাখি একমাত্র আমি।
Comments
Post a Comment