Tayeb Poem
কলমে: তায়েব খাঁন
কবিতা: আমার নীল স্বপ্নে
-আমার এক নীল স্বপ্নের প্রহরে
-আমি চলেছি এক অজানা ধুসর সময়ে
-যেখানে তুমি আমি মিলেছি এক অচেনা শহরে
-কোন নির্ঘুম রাত্রী শেষে ভোরের শিশিরে
-সেখানে আমার অজানা পথের শেষ সীমানা
-পাড়ি দিয়েছি দুজনে জেনেও কোন গন্তব্য পাবোনা
-তবু সময়ের অন্তরালে মিশে আছো আলো হয়ে
-মাঝপথে যদি যাও চলে তোমার শূন্যতা যাবে রয়ে
-তবুও আমারি গানের মাঝে মিশে আছো শুরে শুরে
-সেই গানের প্রতিটি শব্দে তোমারি স্মৃতি গেছে রয়ে
-আমি বাচতে চাই হাসতে চাই তোমার হাসির উঠানে
-আমি বাঁচতে চাই ভাসতে চাই তোমার হাসির শ্রাবণে
-আমি লিখেছি কত কবিতা তোমাকে ভেবে
-যেখানে প্রতিটা বার তোমারি নাম শিরোনামে রবে
-জানো বিকেলের আলোয় এঁকেছি কত রঙে তোমাকে
-কত সন্ধায় তোমাকে নিয়ে স্বপ্ন এঁকেছি মনের অন্তরালে
-তোমাতে আমারি ভালোবাসার নাই কোন সীমানা
-আমার সব ভালোবাসা রেখেছি তোমারি নামে নীল খামে
-তোমাকে নিয়ে করছি কত গল্প ঝিঁঝিঁ পোকার সন্ধ্যায়
-যেখানে ছিল সব নীরবে শুধু তুমি আমি বাচাল কাব্য রটাই
-আমার প্রতিটা নিঃশ্বাসে তোমারি নাম মিশে থাকে
-থাকবে কি তুমি চিরদিনি আমারি বুকেতে?
Comments
Post a Comment