কলমে: তায়েব খাঁন

কবিতা: আমার তুমিই সেরা


আমার সকালের ঘুম ভাঙ্গাতে তোমার ওই ভেজা চুল-

এলামে ঘুম ভাঙ্গাতে মিস করলেও করে না সে ভুল।

-আমার তুমিই সেরা-


রোজ সকালের চায়ের কাপের চেয়ে 

আমার কাছে তোমার বাসি মুখের একটা কিস বেশি প্রিয় যে।

-আমার তুমিই সেরা-


শীতের সকালের মিষ্টি রোদের চেয়ে

আমি বেশি খুশি তুমিটার মিষ্টি হাসি পেয়ে

-আমার তুমিই সেরা-


রঙ্গিন ফুলে বসা নীল প্রজাপতির দলের চেয়ে

শতগুন সুন্দর আমার তুমিটার এলো ভেজা চুলে

-আমার তুমিই সেরা-


আঁধারে উড়ে চলা রঙ্গিন ফানুসের চেয়ে

আমার তুমিটার খোলা চুল বাতাসে বেশি দুলে

-আমার তুমিই সেরা-


বাউলের বাঁশির সূরের চেয়ে

আমার তুমিটার কানের দুলের দুলানি বেশি দুলে

-আমার তুমিই সেরা-


মৌমাছির আর ফুলের ভালোবাসার টানের চেয়ে

আমার তুমিটার হাতের নীল চুড়ির ভালোবাসাটা যায় রয়ে।

-আমার তুমিই সেরা-


চাদ-জোৎসনার মিষ্টি ভালোবাসার চেয়ে

আমার তুমিটার কপালের তিলটাই বেশি মিষ্টি  যায় হয়ে

-আমার তুমিই সেরা-


ঝিনুক-মুক্তার আর সাগরের সুসম্পর্কের চেয়ে

তোমার আমার ভালোবাসা বেশিদিয় যাবে রয়ে।

-আমার তুমিই সেরা-

Comments

it's Tayeb

Tayeb Poem

তুই আমার

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem