Tayeb Poem
কবিতা: তোমার চিন্তাই
কলমে: তায়েব খাঁন
-জালানার পাশে বসে এক হাতে গালে,,,
-সারাক্ষণ তোমার চিন্তাই আমার মাথায় চলে,,,
-চোখো হঠাৎ ভেসে ওঠে তোমার ছবি,,,
-মুসকি মুসকি হেসে বলি তুমি শুধু আমারি হবি,,,
-চোখে তোমার ছবি ভেসে ওটাই,,,
-আমি যেন আলাদা একটা সুখ পাই,,,
-ভাবলে তোমার কথা কেন যেন আমি পাগলামি করি,,,
-আম্মু দেখে বলে আমার মাথা গেছে পুরোপুরি,,,
-আম্মুকে কিভাবে বোঝায় ,,,
-তুমি আছো জুড়ে আমার পূরোটাই,,,
-তাইতো তোমার কথা ভাবলেই হাসিতে পাগল হয়ে যায়,,,
-তোমাকে মাথায় রাখলে পৃথিবীতে বেশি খুশি আমি পাই,,,
-তারপর ভাবি তোমাকে আর একটা আবেদন করতে চাই,,,
-তোমার এলোমেলো চুলগুলো নিজের হাতে কানে গুঁজে দিবো তাই,,,
-আবার ভাবি তোমাকে,,,
-মন বলে তোমাকে বালিশ করে ঘুমায়,,,
-চোখ বন্ধ করলেই শুধু তোমাকে দেখতে পাই,,,
;তোমাকে ভাবলেই মনে লেগে থাকে রং সব সময়,,,
-আর চোখ ফিরে বাম পাশে তাকালেই তোমাকে ছুই,,,
-এভাবে ভালোবেসে থাকতে চাই সুখে আমি আর তুই,,,
-তোমার চোখে চোখ রাখলেই আমি লজ্জা পায়,,,
-ভিতরে মনটা ফুরফুরে হয়ে নীল আকাশে উড়ে বেড়ায়,,,
-মনে বলে তোমার হাতটি ধরতে চাই,,,
-কিন্তু আমি পারিনি ধরতে সাহস না পাওয়ায়,,,
-তোমার সাথে বিকেলে হাতে রেখে হাত,,,
-দুজনে পাশাপাশি হেঁটে চলবো যতক্ষন না হয় রাত,,,
-রংধনুর ওই বাড়িতে চল দুজনে যাবো,,,
-তোমাকে ভালোবাসি বলে বুকে জড়াবো,,,
-তোমায় হঠাৎ দেখতে চাহলে মন,,,
-তুমি এসো বেলকুনিতে কইরো অপেক্ষা আমার জন্য কিছুক্ষণ,,,
-আমি দিবো উঁকি তোমার গেটের বাহির থেকে,,,
-তোমার দারোয়ান বেটা আমার দিকে চাইবে রেগে,,,
-এভাবেই কেন জানি তোমার সম্পত্তি হয়ে যাচ্ছি আমি,,,
-মেঘের খামে পাহাড়ের চুড়ায় তোর নামে
আমাকে দলিল করে দিয়েছি আমি,,,
Comments
Post a Comment