Tayeb Poem



ছোট্ট স্বপ্ন

কলমে: তায়েব খাঁন


ঘুম ঘুম চোখ......

-তুমি টা আমার ছাড়া অন্য কারো না হোক!!!


-মধ্য রাতের চাঁদ....

-তুমি থাকবে পাশে তাতেই মিলবে মনের সাধ!!!


-ঝিকিমিকি তারা....

-চাইনা আমি হয় কখনো তুমি হারা!!!


-জোছনা মাখা এই মাধবি রাত....

-খুব আদরে রেখে দিবে তাতে তোমার মাথা আমার কাঁধ!!!


-ক্ষুনসুটি মাখা এমন রাত....

-মন বলবে আসেনি তো বুঝি আর জীবনে আমার!!!


-তোমার চাঁদনী মুখের দিকে চেয়ে....

-মনে হবে তুমি টাই আসল আকাশের চাঁদ টা নকল, তাই ধন্য আমি তোমাকে পেয়ে!!!


-তোমার কাজল ভরা চোখ....

-ভীষণ ভাবে তাকিয়ে থাকতে ইচ্ছে করে না ফেলে পলক!!!


-তোমার আদুরে ভরা ওই দুটি হাত.....

-রাখতেই আমার হাতে হাত পেয়ে যাব জীবনের পুরোটা সাধ!!!


-আমার মনের ছোট্ট ইচ্ছে গুলো.....

-তোমার মনের ইচ্ছে গুলোর সাথে মিলে মিশে হয়ে যাক ধুলো!!!


-বেশি কিছু কি হবে জীবনে আর....

-এই স্বপ্নগুলো পূরণ হলেই তোমাকে বুকে নিয়ে জীবন করে দিবো পার!!!

Comments

it's Tayeb

Tayeb Poem

তুই আমার

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem