Tayeb Poem
কলমে: তায়েব
কবিতা: চাওয়া
আমি তোমার হাত দুটি ধরে তোমার মায়াবী চোখে হারাতে চাই,
যেমন করে নীল প্রজাপতি ফুলের মুগ্ধে হারায়।
আমি তোমাকে এমন ভাবে ভালোবাসতে চাই,
যেমন করে রাতকে ভালোবাসে জোনাকি পোকায়।
তোমার প্রতি আমার ভালোবাসার টান এমন করতে চায়,
যে ভালোবাসার টানে মৌমাছিরা ফুলে ফুলে ছুটে যায়।
আমি তোমাকে আমার বুকে এমন ভাবে রাখতে চাই,
যেমন করে একটি দেহে প্রান থাকে আর চলে গেলে যায় মরে।
আমি তোমাকে এমন ভাবে আদর করতে চায়,
যেমন করে খাবারে সচ মাখায়ে নেওয়া হয়,
আমি তোমাকে এমন ভাবে আগলে রাখতে চাই,
যেমন করে ঝিনুক শিখেছে তার মাঝে মুক্তাকে আগলে রাখতে হয়।
আমি তোমাকে এমন মায়ায় বাঁধতে চাই,
যেমন করে মাকড়সা তার জ্বালের মায়ায় শিকারিকে বাধতে চাই
আমি তোমাকে এমন একটা বিকেল দিতে চাই,
যেখানে থাকবে ঘন সাদা কাশফুল, দেখে ইচ্ছে হবে ফুলের মুগ্ধে দুজনে হারায়।
খুব সুন্দর হয়েছে ভাই
ReplyDelete