Tayeb Poem
কবিতা: একদিন বৃষ্টি
কলমে: তায়েব
একদিন হঠাৎ মাঝ দুপুরে বৃষ্টি
আমি গভীর ভালোবাসা নিয়ে রেখেছি তোমার মায়াভরা মুখে দৃষ্টি
তারপর খুব ইচ্ছে জাগলো তোমার সাথে ভিজতে
কপালে আমার ঠোটের স্পর্শ দিলাম তোমায় জাগাতে
উঠে বললে আমায় জাগালে কেন রেগে
বৃষ্টিতে ভিজবো তাইতো তোমায় দিলাম জেগে
তুমি বললে সব সময় তোমার ঢং
হুম জনাবা তোমাকে দেখলেই মনে লাগে রং
তারপর গিয়ে ছাদে
ভিজবো আমরা আর তোমাকে কোলে নিবো মাঝে মাঝে
তোমাকে কোলে নিয়ে ভিজতে
জানো আমার শত শত বছরের ইচ্ছে
তোমায় আদর করে কোলে নেওয়াতে
কিভাবে জানি তোমার সব রাগ ধুয়ে ভেসে গেছে বৃষ্টিতে
তারপর আমি চেয়ে থাকবো মুগ্ধ করা তোমার ওই চোখে
অজান্তেই তোমার নাগ-কপাল-গাল ভালোবাসায় দেবো মেখে
তারপর বলবে ভিশন ভালোবাসি তোমায় প্রিয়
এভাবেই সারাজীবন ভালোবাসা দিও
আমি মুচকি হেসে বলব
তোমার প্রতিটা মুহূর্ত স্পেশাল করার দায়িত্ব যে আমার
যেখানে আমার সবটুকু দিয়ে মন ভালো করবো তোমার
Comments
Post a Comment