Tayeb Poem






 কলমে: তায়েব

কবিতা: তোমার কৃতিত্ব


শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই,
তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই !

তুমি তো আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি
তুমি আমার চাঁদের আলোয় ভালোবাসা লেখার কবি

তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসার শিউলি আর বকুল ফুল !

তুমি বৃস্টি ভেজা পায়ে সামনে আসলে মনে হয়-
আকাশের বুকে যেন জল ছবি এঁকে যায় .

তুমি হাসলে বুঝি মনে হয়,
স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয় !!!

আর আমি.......

আমি হলাম আকাশ, তুমি আমার মেঘ,
ভাসবে তুমি আমার বুকের মধ্যে ভাসবে তুমি সারাদেশ

আমি ভালবাসি সখা তুমার নয়নের ওই কাজল
রাখতে চাই তোমার হৃদয়ে ভালোবাসার মায়াজাল

জোস্না আমার প্রিয় আর তুমি তো আমার হৃদয়ের ছবি
বৃষ্টি আমার ভালোবাসা তুমি আমার ভালোবাসার রবি

রোদ আমার হাসি, কি করলে বুঝবে-
বন্ধু তোমায় আমি কত ভালোবাসি !

আর আমার মনে কি হচ্ছে জানো.....
তোমার জন্য মেঘ গুলো ভেসে যাচ্ছে আকাশে,
তোমার জন্য স্বপ্নঘুড়ি উড়ছে ভেসে বাতাসে,

তোমার আর আমার দুটি মন আজ ছন্দ মহলে মিলছে অনেকক্ষণ
মনে মনে বলবে কথা ওরা যে সারাক্ষন,

কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের সারা জীবনের ঘর বাঁধার আশা !!

Comments

it's Tayeb

Tayeb Poem

তুই আমার

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem

Tayeb Poem