Tayeb Poem
কলমে: তায়েব খান
কবিতা: তুমি কি জানো
তুমি কি জানো আমার রঙ মাখা চোখে
কোন এক অজানা পরী কে দেখে,
সে কে জানো তুমি নিজেই
তুমি কি জানো?
আমার অপরূপ সৌন্দর্য্যময়ী প্রত্যাশার রঙধনু তুমি.
যার মুখে কেমন আছেন কথাটা শুনলে ভরে যায় হাজারো নীল-জোসনা দেখার সাধ।
তুমি কি জানো?
তুমি আমার রুপালি স্বপ্নরাজ্যের রানী.....
যার প্রেম ভরা লাবণ্যে, মাধুর্য্যের কমনীয়তায় পাগল আমি।
তুমি কি জানো মুক্তা মনি হিরা চুনি পান্না....
এসব হয়তো খুব দামি আমার কাছে তোমার না।
তুমি কি জানো?
যখন দেখি জোস্নায় সফেদ নদী-তরঙ্গিণীর উন্মাতাল হাসি, তখন তুমি আস, হে আমার কল্পনাতে আসো আসমানী তারার ফুটে থাকা ফুলের মালা নিয়ে---
দূরের চাঁদের সাগর পাড়ি দিয়ে।
তুমি কি জানো?
নদীর বুকে অজানা শিহরণে ফুটে ওঠা একপশলা ফিনকি হাসির থেকে আমার কাছে শতগুণ মাধুর্য্যময়ী তোমার হাসি....যে হাসি একবার শুনলে হৃদয়ে মেখে যায় আর মনে হয় হাজার বছর তোমার মধ্যে বাচি।
Comments
Post a Comment