Tayeb Poem
কলমে: তায়েব
কবিতা: তোমার প্রাপ্তি
তোমায় এমন একটা সকাল দিতে চাই
যে সকালটাই চায়ে চিনি না দিয়ে আমার ভালোবাসাটা দিতে চাই
তোমায় এমন একটা দুপুর দিতে চাই
যে দুপুরটাই রান্নায় বেশি ঝাল হলে গালে মিষ্টি একটা চুমা দিতে চাই
তোমায় এমন একটা বিকেল দিতে চাই
যে বিকেল টায় তুমি পড়বে নীল শাড়ি, হাতে নীল চুড়ি আমি দেখে মুগ্ধ হয়ে বলবো যায় আমার পরীটার জন্য ফুচকা নিয়ে আসতে যাই
তোমায় এমন একটা সন্ধ্যে দিতে চাই
যে সন্ধ্যায় কোন এক খোলা আকাশের নিচে টেবিলের পাশে তুমি অন্য পাশে আমি হাত দুটি ধরে চেয়ে থাকবো দুজন দুজনের চোখে আর আমি বলব এই চোখ দেখে হাজার বার তোমার প্রেমে পড়তে চাই
তোমায় এমন একটা রাত দিতে চাই
যে রাতে অনেক জোসনা থাকবে কিন্তু ওই জোসনা আমার নজর তোমার থেকে কেড়ে নিতে পারবে না, জোসনা হিংসে করবে তোমায় দেখে তাই
তোমায় এমন একটা দিন চাই
যে দিনটা তোমার জীবনের শ্রেষ্ঠ স্মৃতিময় হতে চাই
তোমায় এমন একটা জীবন দিতে চাই
যেখানে ভালোবাসা মায়া এরাও তোমার ভাগ্য দেখে হিংসে করবে তোমাকে আর বলবে হায় রে হায় এমন একটা জীবনসঙ্গী আমারও চাই
Comments
Post a Comment