Tayeb Poem
কলমে: তায়েব
কবিতা : তোমার আমার বসন্ত
আজ বসন্ত
খুব ভরে উঠব তোমায় কিছু না জানিয়ে.....
রোজকার মতো করে ফ্রেশ হব, নাস্তা করব তারপর বলবো চলো একটু ঘুরে আসি, তুমি জিজ্ঞেস করলে বলবো চলনা আমিইতো যাচ্ছি নিয়ে!!!
নিয়ে যাব তোমাকে একটি স্বপ্নের বাগানে যেখানে বসন্তের ফুলে ফুলে রঙিন করে সাজিয়েছে স্বপ্নের বাগানটি , তুমি দেখতেই তোমার চোখ দুটি কপালে উঠিবে.....
তুমি যত দেখিবে তত মুগ্ধ হহিবে, বেশি মুগ্ধ হবে ওই কৃষ্ণচূড়ার ফুলটি দেখে তারপর আমার কাছে আবদার করিয়া বসিবে।
তোমার নয়ন দুটি কাড়িয়াছে নাকি ওই কৃষ্ণচূড়ার ফুল তাই আমাকে তাহা নিয়ে আসিয়া দিতে হইবে যেকোনো মূল্যে তোমার এটাই শেষ কথা........
কৃষ্ণচূড়া গাছ টি অনেক লম্বা আমার সাহসে কয় উঠিবার যোগ্যতা নাহি তোমার তুমি এ কথা শুনতে মুখটা করিবে বাঁকা আমি তোমার মুখের দিকে চাহিয়া পারবোনা থাকিতে, যা হয় হবে আজ আমায় ফুল আনিতে হবে তাতে হইলে হোক জীবনের শেষ পাতা।
পারিব না উঠিতে আমি আর তুমি করিবে রাগ.....
আর মনে মনে বলবে এই ভালবাসিস আমারে তুই ভাগ শালা ভাগ।
অনেক কষ্টে উঠিবো আমি......
অবশেষে ফুল পেয়ে খুশি হয়ে আবার আমাকে করবে দামি।
তারপর কৃষ্ণচূড়া ফুল সুন্দর গোলাকার করে বাঁধিয়ে.......
তোমার মাথায় দিব লাগিয়ে।
তোমার পরনে থাকিবে হলুদ শাড়ি মাথায় কৃষ্ণচূড়া ফুল......
দেখিতে লাগিবে পরীর মত চিনিতে পারবো হাজারো মানুষের ভিড়ে করিব না ভুল।
তারপর তোমার আবদার হাত ধরে চলা......
আর তোমার সাথে মিষ্টি মিষ্টি গল্প বলা।
হঠাৎ দেখিবে তোমার প্রিয় ফুচকা ওয়ালা......
আবার আবদার কিনে খাইয়ে দিতে হবে, কি আর করব খাইয়ে দিয়ে আবার পথ চলা।
বিকেলটা এভাবেই কাটবে তারপর সন্ধ্যা......
কোন এক খোলা আকাশের নিচে থাকবো বসে আমরা।
হবে সেটা কোন এক ভাঙ্গা রেস্টুরেন্ট থাকবেনা উপরে ছাদ.....
এটাই ভালোবাসি উপরে আকাশ নীচে আমি তুমি বসে, কফিতে চুমুক দিয়ে তাকিয়ে আছি দুজন দুজনার দিকে, তবে তোমাকে দেখার মত কফিতে পায়না স্বাদ।
এরপর বাসা ফিরে ক্লান্ত হয়ে দিব এক ঘুম.....
ঘুমানোর আগে ভুলবে না তুমি লাগিয়ে দিবে কপালে একটা চুম
বলবে এমন একটা সুন্দর দিন দেওয়ার জন্য ধন্যবাদ জনাব.....
খুব ভালোবাসি তোমায় এভাবেই আমায় আগলে রাখব।
Comments
Post a Comment