Tayeb Poem
কবিতা: একদিন বিকেলে ❤️
কলমে: তায়েব খান
একদিন বিকেলে ছিলাম আমি আমার সেই প্রিয় জায়গাতে,
একটু মন খারাপ হলে যে জায়গাটা তার সৌন্দর্যে আমার মনটা ভালাে রাখে।
হঠাৎ মিষ্টি কন্ঠের ধ্বনি ধন্য করলাে আমার শ্রবণতাকে,
মনের কিভর কিওরিসিটি নিয়ে পিছন ঘুরতে আমার নয়ন দুখানা থমকে গেলাে তােমাতে।
তোমরা ছিলে দুজন, কথা বলছিলে একে অন্যের সাথে,
আমি হতভাগা একা কথা বলছিলাম বয়ে যাওয়া ঐ টানা নদীর সাথে।
কথা বলার মাঝে তোমার যে হৃদয় ছোঁয়া মিষ্টি হাসির ধ্বনি,
শুনে মনে হয় এই হাসিটা হাজার বছর ধরে চিনি।
শুনতে পেলাম তোমার কন্ঠে এই জায়গাটি তোমার হৃদয় ছুঁয়ে যায়,
মনে একটা প্রফুল্লের ঝড় বয়ে গেলো, আর মনে মনে বললাম আমার এই পাগলিটাকেই চাই।
যার অনুভূতি গুলো ঠিক আমারি মত,
হয়তো একই হবে ইচ্ছে আছে যত।
যার শরতের কাশফুলের প্রতি মায়া, বয়ে যাওয়া নদীর প্রতি মায়া,
তার হৃদয় হতে পারেনা কাল, তার হৃদয় তো ভালোবাসায় ছায়া।
তোমার হৃদয়ে প্রকৃতি প্রেম দেখে আমি মুগ্ধ,
যত কষ্টই হোক না কেন ওই হৃদয় পেতে পারি শতবার হতে পারি দগ্ধ।
যার হৃদয় রোজ সকালে শিশির ভেজা দুর্বা ঘাসে নিহত,
তার হৃদয় কিভাবে পারে হতে ছলনাময়ী, মিথ্যুক আরো আছে যত।
তোমার নাকি রোজ বিকেলে বয়ে যাওয়া নদীর ধারে বসে থাকা নেশা,
আর রোজ সন্ধ্যায় পাখিদের বাড়ি ফেরা দেখা পেশা ।
রোজ রাতে জোছনা আর তারা দেখা খুব ইচ্ছে,
যতই তোমার প্রকৃতি প্রেম দেখছি আমার হৃদয় ততই তোমার ভালোবাসায় ভিজছে।
মানতেই হবে তোমার হৃদয় মায়ায় টইটুম্বর আর ভালোবাসায় ভরা,
আর আমি পাগলটা তাতে খেয়েছি ধরা।
যতই শুনছি তোমার হৃদয়ের কথা বারবার,
ভাবছি বানিয়ে নিবো লাল টুকটুকে বউ সুযোগটা পাই যদি একবার।
Comments
Post a Comment