Posts

Showing posts from October, 2020

Tayeb Poem

Image
কবিতা: একদিন বিকেলে ❤️ কলমে: তায়েব খান একদিন বিকেলে ছিলাম আমি আমার সেই প্রিয় জায়গাতে, একটু মন খারাপ হলে যে জায়গাটা তার সৌন্দর্যে আমার মনটা ভালাে রাখে। হঠাৎ মিষ্টি কন্ঠের ধ্বনি ধন্য করলাে আমার শ্রবণতাকে, মনের কিভর কিওরিসিটি নিয়ে পিছন ঘুরতে আমার নয়ন দুখানা থমকে গেলাে তােমাতে। তোমরা ছিলে দুজন, কথা বলছিলে একে অন্যের সাথে, আমি হতভাগা একা কথা বলছিলাম বয়ে যাওয়া ঐ টানা নদীর সাথে। কথা বলার মাঝে তোমার যে হৃদয় ছোঁয়া মিষ্টি হাসির ধ্বনি, শুনে মনে হয় এই হাসিটা হাজার বছর ধরে চিনি। শুনতে পেলাম তোমার কন্ঠে এই জায়গাটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, মনে একটা প্রফুল্লের ঝড় বয়ে গেলো, আর মনে মনে বললাম আমার এই পাগলিটাকেই চাই। যার অনুভূতি গুলো ঠিক আমারি মত,  হয়তো একই হবে ইচ্ছে আছে যত। যার শরতের কাশফুলের প্রতি মায়া, বয়ে যাওয়া নদীর প্রতি মায়া, তার হৃদয় হতে পারেনা কাল, তার হৃদয় তো ভালোবাসায় ছায়া। তোমার হৃদয়ে প্রকৃতি প্রেম দেখে আমি মুগ্ধ, যত কষ্টই হোক না কেন ওই হৃদয় পেতে পারি শতবার হতে পারি দগ্ধ। যার হৃদয় রোজ সকালে শিশির ভেজা দুর্বা ঘাসে নিহত, তার হৃদয় কিভাবে পারে হতে ছলনাময়ী, মিথ্যুক আর...

Tayeb Poem

Image
কবিতা: একদিন বৃষ্টি কলমে: তায়েব একদিন হঠাৎ মাঝ দুপুরে বৃষ্টি আমি গভীর ভালোবাসা নিয়ে রেখেছি তোমার মায়াভরা মুখে দৃষ্টি তারপর খুব ইচ্ছে জাগলো তোমার সাথে ভিজতে কপালে আমার ঠোটের স্পর্শ দিলাম তোমায় জাগাতে উঠে বললে আমায় জাগালে কেন রেগে বৃষ্টিতে ভিজবো তাইতো তোমায় দিলাম জেগে তুমি বললে সব সময় তোমার ঢং হুম জনাবা তোমাকে দেখলেই মনে লাগে রং তারপর গিয়ে ছাদে  ভিজবো আমরা আর তোমাকে কোলে নিবো মাঝে মাঝে তোমাকে কোলে নিয়ে ভিজতে জানো আমার শত শত বছরের ইচ্ছে তোমায় আদর করে কোলে নেওয়াতে কিভাবে জানি তোমার সব রাগ ধুয়ে ভেসে গেছে বৃষ্টিতে তারপর আমি চেয়ে থাকবো মুগ্ধ করা তোমার ওই চোখে অজান্তেই তোমার নাগ-কপাল-গাল ভালোবাসায় দেবো মেখে তারপর বলবে ভিশন ভালোবাসি তোমায় প্রিয় এভাবেই সারাজীবন ভালোবাসা দিও আমি মুচকি হেসে বলব তোমার প্রতিটা মুহূর্ত স্পেশাল করার দায়িত্ব যে আমার যেখানে আমার সবটুকু দিয়ে মন ভালো করবো তোমার

Tayeb Poem

Image
  কলমে: তায়েব কবিতা : তোমার আমার বসন্ত আজ বসন্ত খুব ভরে উঠব তোমায় কিছু না জানিয়ে..... রোজকার মতো করে ফ্রেশ হব, নাস্তা করব তারপর বলবো চলো একটু ঘুরে আসি, তুমি জিজ্ঞেস করলে বলবো চলনা আমিইতো যাচ্ছি নিয়ে!!! নিয়ে যাব তোমাকে একটি স্বপ্নের বাগানে যেখানে বসন্তের ফুলে ফুলে রঙিন করে সাজিয়েছে স্বপ্নের বাগানটি , তুমি দেখতেই তোমার চোখ দুটি কপালে উঠিবে..... তুমি যত দেখিবে তত মুগ্ধ হহিবে, বেশি মুগ্ধ হবে ওই কৃষ্ণচূড়ার ফুলটি দেখে তারপর আমার কাছে আবদার করিয়া বসিবে। তোমার নয়ন দুটি কাড়িয়াছে নাকি ওই কৃষ্ণচূড়ার ফুল তাই আমাকে তাহা নিয়ে আসিয়া দিতে হইবে যেকোনো মূল্যে তোমার এটাই শেষ কথা........ কৃষ্ণচূড়া গাছ টি অনেক লম্বা আমার সাহসে কয় উঠিবার যোগ্যতা নাহি তোমার তুমি এ কথা শুনতে মুখটা করিবে বাঁকা আমি তোমার মুখের দিকে চাহিয়া পারবোনা থাকিতে, যা হয় হবে আজ আমায় ফুল আনিতে হবে তাতে হইলে হোক জীবনের শেষ পাতা। পারিব না উঠিতে আমি আর তুমি করিবে রাগ..... আর মনে মনে বলবে এই ভালবাসিস আমারে তুই ভাগ শালা ভাগ। অনেক কষ্টে উঠিবো আমি...... অবশেষে ফুল পেয়ে খুশি হয়ে আবার আমাকে করবে দামি। তারপর কৃষ্ণচূড়া ফুল সুন...

Tayeb Poem

Image
  কলমে: তায়েব কবিতা: তোমার কৃতিত্ব শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই, তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই ! তুমি তো আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি তুমি আমার চাঁদের আলোয় ভালোবাসা লেখার কবি তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল, তুমি আমার ভালোবাসার শিউলি আর বকুল ফুল ! তুমি বৃস্টি ভেজা পায়ে সামনে আসলে মনে হয়- আকাশের বুকে যেন জল ছবি এঁকে যায় . তুমি হাসলে বুঝি মনে হয়, স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয় !!! আর আমি....... আমি হলাম আকাশ, তুমি আমার মেঘ, ভাসবে তুমি আমার বুকের মধ্যে ভাসবে তুমি সারাদেশ আমি ভালবাসি সখা তুমার নয়নের ওই কাজল রাখতে চাই তোমার হৃদয়ে ভালোবাসার মায়াজাল জোস্না আমার প্রিয় আর তুমি তো আমার হৃদয়ের ছবি বৃষ্টি আমার ভালোবাসা তুমি আমার ভালোবাসার রবি রোদ আমার হাসি, কি করলে বুঝবে- বন্ধু তোমায় আমি কত ভালোবাসি ! আর আমার মনে কি হচ্ছে জানো..... তোমার জন্য মেঘ গুলো ভেসে যাচ্ছে আকাশে, তোমার জন্য স্বপ্নঘুড়ি উড়ছে ভেসে বাতাসে, তোমার আর আমার দুটি মন আজ ছন্দ মহলে মিলছে অনেকক্ষণ মনে মনে বলবে কথা ওরা যে সারাক্ষন, কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা, ভালোবাসার মাঝে থাকবে দুট...

Tayeb Poem

Image
  কলমে: তায়েব কবিতা: তোমার প্রাপ্তি তোমায় এমন একটা সকাল দিতে চাই যে সকালটাই চায়ে চিনি না দিয়ে আমার ভালোবাসাটা দিতে চাই তোমায় এমন একটা দুপুর দিতে চাই যে দুপুরটাই রান্নায় বেশি ঝাল হলে গালে মিষ্টি একটা চুমা দিতে চাই তোমায় এমন একটা বিকেল দিতে চাই যে বিকেল টায় তুমি পড়বে নীল শাড়ি, হাতে নীল চুড়ি আমি দেখে মুগ্ধ হয়ে বলবো যায় আমার পরীটার জন্য ফুচকা নিয়ে আসতে যাই তোমায় এমন একটা সন্ধ্যে দিতে চাই যে সন্ধ্যায় কোন এক খোলা আকাশের নিচে টেবিলের পাশে তুমি অন্য পাশে আমি হাত দুটি ধরে চেয়ে থাকবো দুজন দুজনের চোখে আর আমি বলব এই চোখ দেখে হাজার বার তোমার প্রেমে পড়তে চাই তোমায় এমন একটা রাত দিতে চাই যে রাতে অনেক জোসনা থাকবে কিন্তু ওই জোসনা আমার নজর তোমার থেকে কেড়ে নিতে পারবে না, জোসনা হিংসে করবে তোমায় দেখে তাই তোমায় এমন একটা দিন চাই যে দিনটা তোমার জীবনের শ্রেষ্ঠ স্মৃতিময় হতে চাই তোমায় এমন একটা জীবন দিতে চাই যেখানে ভালোবাসা মায়া এরাও তোমার ভাগ্য দেখে হিংসে করবে তোমাকে আর বলবে হায় রে হায় এমন একটা জীবনসঙ্গী আমারও চাই

Tayeb Poem

Image
  কলমে: তায়েব খান কবিতা: তুমি কি জানো তুমি কি জানো আমার রঙ মাখা চোখে কোন এক অজানা পরী কে দেখে, সে কে জানো তুমি নিজেই তুমি কি জানো? আমার অপরূপ সৌন্দর্য্যময়ী প্রত্যাশার রঙধনু তুমি. যার মুখে কেমন আছেন কথাটা শুনলে ভরে যায় হাজারো নীল-জোসনা দেখার সাধ। তুমি কি জানো? তুমি আমার রুপালি স্বপ্নরাজ্যের রানী..... যার প্রেম ভরা লাবণ্যে, মাধুর্য্যের কমনীয়তায় পাগল আমি। তুমি কি জানো মুক্তা মনি হিরা চুনি পান্না.... এসব হয়তো খুব দামি আমার কাছে তোমার না। তুমি কি জানো? যখন দেখি জোস্নায় সফেদ নদী-তরঙ্গিণীর উন্মাতাল হাসি, তখন তুমি আস, হে আমার কল্পনাতে আসো আসমানী তারার ফুটে থাকা ফুলের মালা নিয়ে--- দূরের চাঁদের সাগর পাড়ি দিয়ে। তুমি কি জানো? নদীর বুকে অজানা শিহরণে ফুটে ওঠা একপশলা ফিনকি হাসির থেকে আমার কাছে শতগুণ মাধুর্য্যময়ী তোমার হাসি....যে হাসি একবার শুনলে হৃদয়ে মেখে যায় আর মনে হয় হাজার বছর তোমার মধ্যে বাচি।

Tayeb Poem

Image
  কলমে: তায়েব কবিতা: চাওয়া আমি তোমার হাত দুটি ধরে তোমার মায়াবী চোখে হারাতে চাই, যেমন করে নীল প্রজাপতি ফুলের মুগ্ধে হারায়। আমি তোমাকে এমন ভাবে ভালোবাসতে চাই, যেমন করে রাতকে ভালোবাসে জোনাকি পোকায়। তোমার প্রতি আমার ভালোবাসার টান এমন করতে চায়, যে ভালোবাসার টানে মৌমাছিরা ফুলে ফুলে ছুটে যায়। আমি তোমাকে আমার বুকে এমন ভাবে রাখতে চাই, যেমন করে একটি দেহে প্রান থাকে আর চলে গেলে যায় মরে। আমি তোমাকে এমন ভাবে আদর করতে চায়, যেমন করে খাবারে সচ মাখায়ে নেওয়া হয়, আমি তোমাকে এমন ভাবে আগলে রাখতে চাই, যেমন করে ঝিনুক শিখেছে তার মাঝে মুক্তাকে আগলে রাখতে হয়। আমি তোমাকে এমন মায়ায় বাঁধতে চাই, যেমন করে মাকড়সা তার জ্বালের মায়ায় শিকারিকে বাধতে চাই আমি তোমাকে এমন একটা বিকেল দিতে চাই, যেখানে থাকবে ঘন সাদা কাশফুল, দেখে ইচ্ছে হবে ফুলের মুগ্ধে দুজনে হারায়।