Tayeb Poem
কলমে: তায়েব (ছদ্মনাম)
কবিতা: প্রিয় জনাবা
প্রিয় জনাবা তুমি তো আমার জোছনা দেখার রাত,
যারে একটি দিন স্বপ্নে না দেখলে কাটে না আমার রাত
তুমি তো আমার জোছনা দেখার, পাশে থাকা সেই জন
যার মাথাটা আমার বুকে, থাকবে সারাজীবন।
তুমি তো নীল পদ্মের, নীল শাপলা
যেখানে তুমি শাপলা, আমি পদ্ম....তোমার পাগলা
তুমি তো আমার রোজ সকালে, কাপের ভিতরের কফি
যে কফি ছাড়া একটি সকাল, যায় না আমার কোন ভাবি
তুমি তো আমার শেষ বিকেলের ডুবন্ত লাল সূর্য
যাকে একটি বার দেখার জন্য, রাখতে পারি না আর ধোর্য
তুমি তো আমার সেই জনাবা
যার থেকে আশা করি আমি, আমাকে তোমার বুকের বাম পাশে রাখবা
তুমি তো আমার সেই জনাবা
যার মুখে থেকে শুনতে চাই ওগো প্রিয় জনাব, কবে আমায় তোমার ঘরে তুলে নিবা।
ReplyForward |
Comments
Post a Comment