কলমে: তায়েব খাঁন কবিতা: আমার তুমিই সেরা আমার সকালের ঘুম ভাঙ্গাতে তোমার ওই ভেজা চুল- এলামে ঘুম ভাঙ্গাতে মিস করলেও করে না সে ভুল। -আমার তুমিই সেরা- রোজ সকালের চায়ের কাপের চেয়ে আমার কাছে তোমার বাসি মুখের একটা কিস বেশি প্রিয় যে। -আমার তুমিই সেরা- শীতের সকালের মিষ্টি রোদের চেয়ে আমি বেশি খুশি তুমিটার মিষ্টি হাসি পেয়ে -আমার তুমিই সেরা- রঙ্গিন ফুলে বসা নীল প্রজাপতির দলের চেয়ে শতগুন সুন্দর আমার তুমিটার এলো ভেজা চুলে -আমার তুমিই সেরা- আঁধারে উড়ে চলা রঙ্গিন ফানুসের চেয়ে আমার তুমিটার খোলা চুল বাতাসে বেশি দুলে -আমার তুমিই সেরা- বাউলের বাঁশির সূরের চেয়ে আমার তুমিটার কানের দুলের দুলানি বেশি দুলে -আমার তুমিই সেরা- মৌমাছির আর ফুলের ভালোবাসার টানের চেয়ে আমার তুমিটার হাতের নীল চুড়ির ভালোবাসাটা যায় রয়ে। -আমার তুমিই সেরা- চাদ-জোৎসনার মিষ্টি ভালোবাসার চেয়ে আমার তুমিটার কপালের তিলটাই বেশি মিষ্টি যায় হয়ে -আমার তুমিই সেরা- ঝিনুক-মুক্তার আর সাগরের সুসম্পর্কের চেয়ে তোমার আমার ভালোবাসা বেশিদিয় যাবে রয়ে। -আমার তুমিই সেরা-
Posts
Showing posts from February, 2022
- Get link
- X
- Other Apps
কবিতা: সব কিছুতে খুঁজি তোমায় কলমে: তায়েব খাঁন তোমার ওই মায়া জালে পাগল আমি এখনো দিবে কি ঠায় আমায় তোমার অজানা কাব্যে কোন তোমার চোখে যে মায়া জড়ানো সে মায়ায় পাগল আমি, তাকিয়ে আছি হবেনা কোনদিন পূরোনো এ মন খোঁজে নীল রঙের পালকহীন আলতাপরী তোমাতে দেখেছি তাহার অধিক যখন পড়েছিলে নীল চুড়ি আমি কেন যে ফিরে ফিরে ভাবি তোমার কথায় তুমিও কি খুজো সেই তোমায় আমার ভালোবাসায় তোমার রুপকথায় কি রাজকুমার আমিই আমার রুপকথায় রাজকন্যা যে তুমিই তোমাকে এই মন খুব যত্নে রেখেছে হৃদয়ের মাঝখানে তুমি কি ভুল করেও পাঠাবে রঙ্গিন চিঠি আমার নামে যদি দেখি তোমাকে কোন অজানা শহরে তোমার হাত ধরে ডেকে নিবো আমার স্বপ্ন প্রহরে আধো আলোয় তোমার ঝাপসা মুখ দেখেই চিনে নিবো তুমিও কি চিনবে আমায় হাজার লোকের ভিড়ে বা অজানা নিড়ে আমি তো খুঁজি তোমায় পাশে যখন সূর্যটা পশ্চিমে লাল হয়ে আসে আমি তো খুঁজি তোমায় পাশে যখন আঁধারে জোৎস্না-চাঁদ ভালোবাসে আমি তো খুঁজি তোমায় পাশে যখন খুব ভোরে শিশির-দূর্বা ঘাস ভালোবাসায় মাখে তুমি কি খুজো আমায় যখন তোমার মনে ভালোবাসা জন্ম নেই?
Tayeb Poem
- Get link
- X
- Other Apps
কলমে: তায়েব খাঁন কবিতা: আমার নীল স্বপ্নে -আমার এক নীল স্বপ্নের প্রহরে -আমি চলেছি এক অজানা ধুসর সময়ে -যেখানে তুমি আমি মিলেছি এক অচেনা শহরে -কোন নির্ঘুম রাত্রী শেষে ভোরের শিশিরে -সেখানে আমার অজানা পথের শেষ সীমানা -পাড়ি দিয়েছি দুজনে জেনেও কোন গন্তব্য পাবোনা -তবু সময়ের অন্তরালে মিশে আছো আলো হয়ে -মাঝপথে যদি যাও চলে তোমার শূন্যতা যাবে রয়ে -তবুও আমারি গানের মাঝে মিশে আছো শুরে শুরে -সেই গানের প্রতিটি শব্দে তোমারি স্মৃতি গেছে রয়ে -আমি বাচতে চাই হাসতে চাই তোমার হাসির উঠানে -আমি বাঁচতে চাই ভাসতে চাই তোমার হাসির শ্রাবণে -আমি লিখেছি কত কবিতা তোমাকে ভেবে -যেখানে প্রতিটা বার তোমারি নাম শিরোনামে রবে -জানো বিকেলের আলোয় এঁকেছি কত রঙে তোমাকে -কত সন্ধায় তোমাকে নিয়ে স্বপ্ন এঁকেছি মনের অন্তরালে -তোমাতে আমারি ভালোবাসার নাই কোন সীমানা -আমার সব ভালোবাসা রেখেছি তোমারি নামে নীল খামে -তোমাকে নিয়ে করছি কত গল্প ঝিঁঝিঁ পোকার সন্ধ্যায় -যেখানে ছিল সব নীরবে শুধু তুমি আমি বাচাল কাব্য রটাই -আমার প্রতিটা নিঃশ্বাসে তোমারি নাম মিশে থাকে -থাকবে কি তুমি চিরদিনি আমারি বুকেতে?
Tayeb Poem
- Get link
- X
- Other Apps
কবিতা: প্রিয় তুমি কলমে: তায়েব খাঁন _জানো কি তুমি? _তোমাতে আমার কত ভাবনা থাকে লুকায়ে _তোমার সাথে কথা না হওয়াতে সবকিছু থেকে যায় অজানা রয়ে _তোমার সাথে কথা বলা তোমাকে মিস করা _সেগুলো কতখানি তোমাকে বলে যাবে না শেষ করা _তুমি কি জানো? _তোমায় কোন রঙে বেশি রঙিন লাগে _তুমি কেমন খেয়াল করো জানিনা আমার কাছে নীল রংটাই তোমায় পরী লাগে 🥰🥰 _তবে অন্য রঙেও মনে হয় না খারাপ হবে _কিন্তু আমার কাছে আসলে নীলটাই পড়ে রবে _তুমি কি জানো? _তোমার ঠোঁটের উপরের ওই তিল _এক পশলা হাসিতে আমার মনে এনে দেই তোমার প্রতি ফিল _আর জানো তোমার ওই তিল _আমাকে পাগল বানানোর একমাত্র ভালোবাসার মনজিল _তোমার ওই টানা চোখ _যেন মনে হয় আমায় করে হাজার বছরে ধরে খোজ _জানো তোমার ওই চোখে অসম্ভব মায়া _যে মায়া দেখে আমি তোমার হতে চেয়েছি ছায়া _তোমার চোখের ওই কাজল _সুন্দর নীল প্রজাপতিও তার কাছে লাগে নকল _তোমার কানের ওই ঝুমকো _আমায় তোমার প্রতি মুগ্ধ করার একমাত্র অস্ত্র _তোমার ওই ঝুমকো বাতাসে দোলার সুর _রাখালের বাশিও তাহার কাছে হার মেনে হয় রুড় _শব্দে তোমার ওই পায়ের নুনুর _ঝিঁঝিঁ পোকারদের হার মানাব...
Tayeb Poem
- Get link
- X
- Other Apps
কবিতা: তোমার চিন্তাই কলমে: তায়েব খাঁন -জালানার পাশে বসে এক হাতে গালে,,, -সারাক্ষণ তোমার চিন্তাই আমার মাথায় চলে,,, -চোখো হঠাৎ ভেসে ওঠে তোমার ছবি,,, -মুসকি মুসকি হেসে বলি তুমি শুধু আমারি হবি,,, -চোখে তোমার ছবি ভেসে ওটাই,,, -আমি যেন আলাদা একটা সুখ পাই,,, -ভাবলে তোমার কথা কেন যেন আমি পাগলামি করি,,, -আম্মু দেখে বলে আমার মাথা গেছে পুরোপুরি,,, -আম্মুকে কিভাবে বোঝায় ,,, -তুমি আছো জুড়ে আমার পূরোটাই,,, -তাইতো তোমার কথা ভাবলেই হাসিতে পাগল হয়ে যায়,,, -তোমাকে মাথায় রাখলে পৃথিবীতে বেশি খুশি আমি পাই,,, -তারপর ভাবি তোমাকে আর একটা আবেদন করতে চাই,,, -তোমার এলোমেলো চুলগুলো নিজের হাতে কানে গুঁজে দিবো তাই,,, -আবার ভাবি তোমাকে,,, -মন বলে তোমাকে বালিশ করে ঘুমায়,,, -চোখ বন্ধ করলেই শুধু তোমাকে দেখতে পাই,,, ;তোমাকে ভাবলেই মনে লেগে থাকে রং সব সময়,,, -আর চোখ ফিরে বাম পাশে তাকালেই তোমাকে ছুই,,, -এভাবে ভালোবেসে থাকতে চাই সুখে আমি আর তুই,,, -তোমার চোখে চোখ রাখলেই আমি লজ্জা পায়,,, -ভিতরে মনটা ফুরফুরে হয়ে নীল আকাশে উড়ে বেড়ায়,,, -মনে বলে তোমার হাতটি ধরতে চাই,,, -কিন্তু আমি পারিনি ধরতে সাহস না পাওয়া...