Posts

Showing posts from April, 2022

Tayeb Poem

Image
ছোট্ট স্বপ্ন কলমে: তায়েব খাঁন ঘুম ঘুম চোখ...... -তুমি টা আমার ছাড়া অন্য কারো না হোক!!! -মধ্য রাতের চাঁদ.... -তুমি থাকবে পাশে তাতেই মিলবে মনের সাধ!!! -ঝিকিমিকি তারা.... -চাইনা আমি হয় কখনো তুমি হারা!!! -জোছনা মাখা এই মাধবি রাত.... -খুব আদরে রেখে দিবে তাতে তোমার মাথা আমার কাঁধ!!! -ক্ষুনসুটি মাখা এমন রাত.... -মন বলবে আসেনি তো বুঝি আর জীবনে আমার!!! -তোমার চাঁদনী মুখের দিকে চেয়ে.... -মনে হবে তুমি টাই আসল আকাশের চাঁদ টা নকল, তাই ধন্য আমি তোমাকে পেয়ে!!! -তোমার কাজল ভরা চোখ.... -ভীষণ ভাবে তাকিয়ে থাকতে ইচ্ছে করে না ফেলে পলক!!! -তোমার আদুরে ভরা ওই দুটি হাত..... -রাখতেই আমার হাতে হাত পেয়ে যাব জীবনের পুরোটা সাধ!!! -আমার মনের ছোট্ট ইচ্ছে গুলো..... -তোমার মনের ইচ্ছে গুলোর সাথে মিলে মিশে হয়ে যাক ধুলো!!! -বেশি কিছু কি হবে জীবনে আর.... -এই স্বপ্নগুলো পূরণ হলেই তোমাকে বুকে নিয়ে জীবন করে দিবো পার!!!